বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ নতুন করে আঘাত হেনেছে এবং দ্বিতীয় ঢেউয়ের করোনাভাইরাস আরও প্রাণঘাতী হয়ে আবির্ভূত হয়েছে।
তিনি বলেন পর্যায়ক্রমে দেশের সব মানুষকে টিকার আওতায় আনার প্রস্তুতি সরকারের রয়েছে।
বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেছেন গত সপ্তাহে দ্বিতীয় ঢেউ প্রবল আকার ধারণ করলে মানুষের চলাচলে কিছু নিষেধাজ্ঞা আরোপ করতে হয়।
“আপনারা দেখছেন কোনভাবেই সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। বিশেষজ্ঞদের পরামর্শে তাই আরও কিছু কঠোর ব্যবস্থা নিতে হচ্ছে। আমি জানি এর ফলে অনেকেরই জীবন জীবিকায় অসুবিধা হবে। কিন্তু মনে রাখতে হবে -মানুষের জীবন সর্বাগ্রে। বেঁচে থাকলে আবার সব গুছিয়ে নিতে পারবো।”
প্রধানমন্ত্রী বলেন গত একটানা ৬২দিন সাধারণ ছুটি বলবৎ করা হয়েছিলো ও শিক্ষা প্রতিষ্ঠান এখনো খুলে দেয়া যায়নি। স্বাভাবিক হয়নি বিদেশের সঙ্গে চলাচল।
“মানুষের জীবন রক্ষার পাশাপাশি অর্থনীতি, জীবন-জীবিকা যাতে সম্পূর্ণরূপে ভেঙে না পড়ে সেদিকে আমরা কঠোর দৃষ্টি রাখছি”